নিজস্ব প্রতিনিধি – নিম্নচাপের জেরে পুজোর তিনদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলা-কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।