নিজস্ব প্রতিনিধি – ভারতের পাঞ্জাব রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ সিং চান্নি। গতকাল শনিবার ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ৫৮ বছরের চান্নিকেই দলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে  মনোনীত করেছে কংগ্রেস। রোববার সন্ধ্যায় চান্নির মন্ত্রিসভা গঠনের দাবি নিয়ে রাজভবনে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মন্ত্রিসভা গঠনের জন্য এখনো কংগ্রেস আমন্ত্রণ পায়নি। অন্যদিকে, পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর এদিন তাঁর উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর আশা, চান্নির নেতৃত্বেই পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দারা নিরাপদ থাকবেন।

Loading