নিজস্ব প্রতিনিধি – ভারতে যখন করোনার সংক্রমণ হু হু করে ঊর্ধ্বমুখী তখনও বাদ যায়নি কুম্ভ মেলার আয়োজন। ভারতে দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণের পেছনে লাখ লাখ মানুষের অংশ নেওয়া কুম্ভ মেলাকেই দুষছেন অনেকে। সেই কুম্ভ মেলাতে অংশ নেওয়া এক লাখের বেশি মানুষের কোভিড রিপোর্ট জাল হয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলা প্রশাসনের তদন্তে। তদন্তে দেখা গেছে, একটি সংস্থা এক ফোন নম্বর দেখিয়েছে অন্তত ৫০ জনের নামে। এক ঠিকানায় নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে শত শত মানুষকে। একই কিটে পরীক্ষা করেছে অন্তত ৭০০ জনকে। যেখানে একটি কিটে একজনের পরীক্ষা করার কথা। সংস্থাটি মুম্বাই, আলীগড়, কানপুর, আহমেদাবাদের ভুয়া ঠিকানায় শত শত বাসিন্দার নামে রিপোর্ট দেয়। তদন্ত এসেছে, এতে ভুয়া সার্টিফিকেটের সংখ্যা অন্তত এক লাখ বেরিয়েছে। এ নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে। সংস্থাটি একই মোবাইল নম্বর দিয়ে অন্তত ৫০ জনের নাম নিবন্ধন করার অভিযাগ পাওয়া গেছে। এই বড়সড় ধর্মীয় জমায়েতকে ভারতে কোভিড ছড়ানো এবং নতুন কোভিড স্ট্রেন উৎপন্ন হওয়ার অন্যতম কারণ বলেছে বিশেষজ্ঞরা।

Loading