নিজস্ব প্রতিনিধি – বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেরার তালিকায় জায়গা করে নিল কলকাতার আর জি কর হাসপাতাল।  আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টারকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ‘পয়জন ইনফরমেশন সেন্টার’-‌কে ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত করা হল।  প্রসঙ্গত, ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থার  অধীনস্থ।  ইমেলের মাধ্যমে এই সংবাদ আর জি কর হাসপাতালকে  জানানো হয়। বিশ্ব সংস্থার পক্ষ থেকে মোট ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

Loading