নিজস্ব প্রতিনিধি – প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস মেইনের ফলাফল। সম্পূর্ণ ফল প্রকাশ করা না হলেও মোট চারটি সেশনের পরীক্ষা মিলিয়ে প্রথম স্থান অধিকার  করেছেন ১৮ জন। ১০০ পার্সেন্টাইল পেয়েছেন কমপক্ষে ৪৪ জন। ফাইনাল সেশন ৭ লক্ষ ৩২ হাজারেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন। jeemain.nta.nic.in এবং ntaresults.nic.in এই দুটি অফিশিয়াল ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশিত হবে রেজাল্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সির  তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মোট ১৮ জন প্রথম স্থানাধিকারীর মধ্যে চারজন অন্ধ্রের, তিনজন রাজস্থানের বাসিন্দা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও দিল্লি থেকে দু’জন করে প্রার্থীও রয়েছেন প্রথম ১৮তে। এছাড়াও কর্নাটক, পাঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে পরীক্ষার্থী প্রথম হয়েছেন। প্রথম স্থানে জায়গা করতে পারেনি এ রাজ্যের কেউই।

Loading