নিজস্ব প্রতিনিধি – ভারতের পুরাতত্ত বিভাগ গুপ্ত সাম্রাজ্যের সময়কার এ প্রাচীন মন্দিরটির অবশিষ্টাংশ আবিষ্কার করেছে। ভারতে সর্বপ্রথম গুপ্ত রাজবংশের শাসনামলেই ব্রাহ্মণ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য প্রাতিষ্ঠানিক মন্দির নির্মাণ করা হয়েছিল। দেড় হাজার বছরের পুরোনো এ মন্দিরটির সিঁড়িতে অঙ্কিত শঙ্খলিপি বিশ্লেষণ করে সেখানে মহেন্দ্রাদিত্যের নাম পাওয়া গেছে। যা গুপ্ত শাসক কুমারগুপ্তের উপাধি। কুমারগুপ্ত উত্তর-মধ্যাঞ্চলীয় ভারত শাসন করেছিলেন দীর্ঘ ৪০ বছর।

তথ্য উপস্থাপনের জন্য শঙ্খলিপি খুবই জনপ্রিয় একটি মাধ্যম ছিল তৎকালীন ভারতে। সাধারণত কোনো ক্ষমতাশালী ব্যক্তির নাম কিংবা কোনো শুভচিহ্ন প্রকাশের ক্ষেত্রে শঙ্খলিপি ব্যবহৃত হতো।

Loading