কুশল সেন (বিশেষ প্রতিনিধি) – গৃহস্থের কাছে স্বস্তির খবর, পুজোর আগেই কমতে চলেছে ভোজ্য তেলের দাম।  কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, খুব শীঘ্রই পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের শুল্ক আরও কমিয়ে আনা হবে। প্রতিটা তেলের উপরে কমানো হল আমদানি শুল্ক। ফলে খুচরো বাজারেও যে এর প্রভাব পড়বে, তাও জানিয়ে দিল কেন্দ্র। উল্লেখ্য, গত বছর থেকে  বেড়েছে চলেছে ভোজ্যতেলের দাম। এক বছরের মধ্যে এক লিটার সরষের তেলের দাম ১২০ থেকে ১৭০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এবার সেই দাম অনেকখানি কমায় খানিকটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। পাম তেল, সাদা তেলের আমদানি শুল্ক কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। রিফাইনড পাম তেল, সয়াবিন এবং সাদা তেলের শুল্ক ৩২.৭৫ শতাংশ হবে। ফলে বাজারে ভোজ্যতেলের দাম প্রায় চার থেকে পাঁচ টাকা কমবে। ESEA-র এগজিকিউটিভ ডিরেক্টর বি ভি-র বক্তব্য, এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে। পাম তেল, সয়া তেল এবং সাদা তেলের উপর শুল্কের পরিমাণ কমে হচ্ছে ২৪.৭৫ শতাংশ।

Loading