ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি) – যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে ‘উদ্বিগ্ন’ দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বলেছেন, যখন যুক্তরাষ্ট্রের ঐক্যের কথা আসে, তখন সেই দিনগুলো (৯/১১) আমাদের নিজেদের থেকে দূরে বলে মনে হয়। আমাদের রাজনীতির অনেক কিছুই ক্রোধ, ভয় এবং বিরক্তির প্রতি নগ্ন আবেদন হয় উঠেছে। এটি আমাদের জাতি এবং আমাদের ভবিষ্যত সম্পর্কে চিন্তিত করে তোলে। মূলত পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে ১১ সেপ্টেম্বরের হামলার দিনটি স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই হতাশার কথা বলেন বুশ। যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দেশটির ওপর সেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার (৯/১১ নামে পরিচিত) ২০তম বার্ষিকী। ভয়াবহ ওই হামলায় নিহতদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও সাবেক প্রেসিডেন্টরাও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ওই দিনটি স্মরণ করে বার্তা দিয়েছেন বিশ্বনেতাদের অনেকে। জর্জ বুশ আরও বলেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে আজ যে অনৈক্য তা যুক্তরাষ্ট্র নিয়ে আমাকে উদ্বিগ্ন করছে। ৯/১১ হামলার পরবর্তী সপ্তাহ ও মাস আমি এক বিস্ময়কর, স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ জনগণের নেতৃত্ব দিতে পেরেছি- আমি সে জন্য গর্বিত। এই স্যাঙ্কসভিলে ৯/১১ এর অপহৃত চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়। উল্লেখ্য, ৯/১১ হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন বুশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে বড় এই সন্ত্রাসী হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। ভয়াবহ এই হামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা বিশ্বকে। ঘটনাটি ছিল যেন অকল্পনীয়, এবং কী করে সবার চোখ ফাঁকি দিয়ে এমন একটা আক্রমণ ঘটে যেতে পারলো – কেউই যেন তা ভাবতে পারছিলেন না।

Loading