নিজস্ব প্রতিনিধি – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারের রেশন প্রকল্পের ভবিষ্যৎ ঝুলে রইল  কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলার নিষ্পত্তি না হওয়ার জন্য।  মামলাকারীদের অভিযোগ ছিল, রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কোনওরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি । তাছাড়া আবেদনকারীদের দাবি ছিল, বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়া  আইনসঙ্গত নয়। এই মামলার শুনানি শেষ হয়েছে কলকাতার উচ্চ আদালতে। এই মামলার রায় স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিংহ। আর এরই সঙ্গে ঝুলে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নেরও ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ভবিষ্যৎ। পাশাপাশি ডিলারদের প্রশ্ন বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য যে বিপুল খরচ হবে, তা বহন করবে কে? সরকারি আইনজীবী জানিয়েছেন, ডিলাররা রাজ্যের নির্দেশ মেনে কাজ করতে বাধ্য। পাশাপাশি পরিবহণ সহ অন্যান্য খরচ রাজ্য সরকার ডিলারদেরকে দিচ্ছে। পাল্টা, ডিলারদের তরফে দাবি করা হয়েছে, তাঁরা যে পরিমাণ কমিশন পান, সেই কমিশনের ভিত্তিতে এই প্রকল্প তাঁদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

 202 total views,  8 views today