নিজস্ব প্রতিনিধি – সোমবার কলকাতা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। আগুন লাগে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ অ্যাকাডেমিক বিল্ডিং-এ।দমকলের ২টি ইঞ্জিনের কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। প্রাথমিকভাবে অনুমান, এসি-র শট সার্কিটের ফলেই এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, হঠাৎ অ্যাকাডেমিক বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে উপস্থিত রোগী, তাঁদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।