নিজস্ব প্রতিনিধি – বৃষ্টি থেকে রেহাই মিলছে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে প্রায় সপ্তাহ জুড়েই উত্তর ও দক্ষিণবঙ্গের কলকাতাসহ একাধিক জেলায় চলবে টানা বৃষ্টি। এর ফলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বহু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ রেখা। চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আর  উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Loading