কুশল সেন (বিশেষ প্রতিনিধি) – পশ্চিমবঙ্গে   করোনার সংক্রমণ বাড়ছে।  গত মঙ্গলবার থেকে করোনার দৈনিক সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার জেলাভিত্তিক তালিকায় আবার শীর্ষে উঠে এসেছে  কলকাতা। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র উপরে। বেড়েছে সংক্রমণের হারও। এ নিয়ে টানা চার দিন রাজ্যে দৈনিক মৃত্যু দুই অংকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৯৭৮। বৃহস্পতিবার এর তুলনায় কলকাতায় দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াল ১২২। জেলাভিত্তিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় তা সামান্য কমে হয়েছে ১০২। তালিকায় তার পরই রয়েছে হাওড়া, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা।

Loading