নিজস্ব প্রতিনিধি – প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক তথা প্রাক্তন সাংসদ চন্দন মিত্র। বুধবার দিল্লিতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। মৃত্যু সংবাদ টুইটের মাধ্যমে জানান ছেলে কুশন মিত্র। তিনি জানান, ‘রাতে বাবার মৃত্যু হয়েছে। বেশ কিছু দিন ধরে ভুগছিলেন তিনি।’ চন্দন মিত্রের মৃত্যুতে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘চন্দন মিত্র তাঁর বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। সাংবাদিকতা এবং রাজনীতি জগতকে আলাদা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।’