নিজস্ব প্রতিনিধি – আগামীকাল অর্থাৎ, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। এর মাঝে ৭ সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা। গত বছরের মতএবারও কৌশিকী অমাবস্যা তারাপীঠ মন্দির বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। করোনা আবহের মধ্যে জাতেমন্দিরে ভিড় সমাগম না হয় সে দিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা গতবারের মতো নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

,অব্শ‌্য ভক্তদের জন্য কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে পুজোর ব্যবস্থা করেছে। ভক্তদের জন্য মন্দির কমিটি অনলাইন পূজো দেওয়ার ব্যবস্থাও থাকছে। আর ভিডিও কলের মাধ্যমে তারা মাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হবে বলে জানিয়েছেন মন্দির কমিটি।

Loading