নিজস্ব প্রতিনিধি – দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের বড় স্বস্তি। একধাক্কায় অনেকটাই কমল রাজ্যের সংক্রমণ। তবে বাড়ল দৈনিক মৃত্যু। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশ। এদিকে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও দুই ২৪ পরগনা। তিন জেলাতেই বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

Loading