নিজস্ব প্রতিনিধি – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাতের পর রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা আরও বাড়ল। তৃণমূল সূত্রের খবর, এদিন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান রাজীব। আধ ঘণ্টারও বেশি সময় তাঁদের কথা হয়। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। অভিষেকের সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজীবও কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তাঁর পথে হেঁটে এবার রাজীবও তৃণমূলে ফেরেন কিনা, সেটাই দেখার।

Loading