নিজস্ব প্রতিনিধি – হিডকোর চেয়ারম্যান পদে বসলেন রাজ্যের আবাসন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী। সংস্থার দায়িত্ব নিতেই  ফিরহাদ হাকিমের ঘোষণা গ্রিনসিটি, খেলসিটি তৈরি করবে হিডকো। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতেই শুক্রবার সংস্থার কর্মীদের সংঙ্গে বৈঠক সারলেন ফিরহাদ হাকিম। বৈঠক শেষে আগামী কর্মসূচির কথা জানান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, রাজারহাট-নিউটাউনের ধাঁচে আরও একাধিক উপনগরী গড়ে তোলা হবে রাজ্যে। খেল সিটি তৈরি হবে হাওড়ায়। তবে, গ্রিন সিটি কোথায় তৈরি হবে তা অবশ্য স্পষ্ট করেননি হিডকো চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Loading