Zulfikarali, Kolaghat – করোনার দ্বিতীয় ধাপ শেষ মুহূর্তে। তাহলে কি এবার তৃতীয় স্কেলে আসছে করোনা। উদ্বেগ বাড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর শিশু হসপিটালে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের করোনার ধরা পড়ে। ডাক্তার প্রবীর ভৌমিক জানান যে বিভিন্ন করোনার সিমটম নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। এবার নতুন পদ্ধতি শিশুদের হাত দেখে বলে দিতে পারবে করোনা আক্রান্ত কিনা। ক্রমাগত বাড়ছে ডাক্তার মহলে উদ্বেগ কিভাবে শিশুদের করোনার চিকিৎসা করবে। গত তিন থেকে চার দিনে ধরে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাহলে কি তৃতীয় ধাপের করোনা আগমন ঘটতে চলেছে। এই নিয়ে চিন্তিত ডাক্তার মহল। যে হারে ক্রমাগত করোনার সিমটম রূপ বদলাছে সেখানেই চিন্তার বিষয় বলে জানান ডাক্তার প্রবীর ভৌমিক।

Loading