নিজস্ব প্রতিনিধি  –  রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। এদিকে, প্রথম ডোজ তো বটেই এমনকি মিলছে না কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রতিদিনই টিকা নিতে ভিড় করছেন সাধারণ মানুষ। অনেকেই টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে সকলকে টিকার ব্যাপারে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সকলেই টিকা পাবেন। তাই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকার জন্য লাইনে দাঁড়িয়ে অযথা ভিড় করার কোনও প্রয়োজন নেই। মুখ্যসচিব আরও জানান, বেসরকারি হাসপাতাল থেকে যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁরা যাতে সঠিক সময়ে দ্বিতীয় ডোজ পান, তা দেখা হচ্ছে। যদিও ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণ রাজ্যে কবে থেকে চালু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। সোমবারই রাজ্য মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।

Loading