নিজস্ব প্রতিনিধি  – কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজভবনে দাঁড়িয়ে তাঁর অঙ্গীকার, কড়া হাতে হিংসা দমন করা হবে। পাশাপাশি তিনি বলেন, ‘বাংলায় শান্তি বজায় রাখুন। কেউ প্রতিহিংসাপরায়ন আচরণ করবেন না।’ তাঁর বক্তব্য, কেউ অশান্তি করলে কড়া পদক্ষেপ করা হবে। এদিন রাজভবনে তিনি জানান, রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করাই তাঁর প্রথম কাজ হবে। এদিনে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে শপথবাক্য পাঠ করেন মমতা। শপথ নেওয়ার পরই রাজভবন থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে তাঁকে কলকাতা পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ কোভিড মোকাবিলায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর ৩টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন।

সূএ:উওরবঙ সংবাদ

Loading