নিজস্ব প্রতিনিধি – কোভিড ভাইরাস মোকাবেলায় ফেসমাস্ক পরার স্বাস্থ্যবিধি ব্রিটেনে অনেকে মানছেন না। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স বলছে ৮৯ শতাংশ ব্রিটিশ নাগরিক এখনো মাস্ক পরলেও গত মে মাসে এর পরিমান ছিল ৯৮ শতাংশ।

 

তবে লাখ লাখ ব্রিটিশ নাগরিকের মাস্ক না পরার কারণ হচ্ছে গ্রীষ্মকাল এসে যাওয়া, দুটি ডোজ টিকা দেওয়া ও ঘরের ভেতর থাকলে তারা আর মাস্ক পরার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। চিকিৎসকরা বলছেন, মাস্ক পরলে কোভিড ভাইরাস সংক্রামিত ব্যক্তিদের হাঁচি বা কাশি নিঃসৃত ক্ষুদ্র জলকণাগুলি থেকে ভাইরাসের বিস্তার বন্ধ করতে সহায়তা করে। কিন্তু মাস্ক কতটা ভালোভাবে কাজ করে সে বিষয়ে অনেকের সন্দেহ থাকায় তারা তা ব্যবহার থেকে বিরত থাকছেন।

 

ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা মাস্ক পরা অব্যাহত রাখতে বললেও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এধরনের স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা গত ১৯ জুলাই ‘ফ্রিডম ডে’তে প্রত্যাহার করে নেন। তবে আগামী শীতে ভাইরাস নিয়ন্ত্রণ না করতে পারলে পুনরায় মাস্ক পরতে হবে বলে বরিস হুঁশিয়ার করে দিয়েছেন।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন,  হাউস অব কমন্সে ব্রিটিশ এমপিদের মাস্ক পরার প্রয়োজন নেই কারণ তারা একে অপরে অপরিচিত নন।

Loading