নিজস্ব প্রতিনিধি- কথা ছিল নন্দীগ্রাম সফর শেষে বৃহস্পতিবার কলকাতায় ফিরেই দলীয় ইস্তেহার প্রকাশ করার। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনার পরেই ইস্তেহার প্রকাশ ইস্যুতে অনিশ্চয়তা দেখা দেয়। কবে প্রকাশ হবে নির্বাচনি ইস্তেহার তা নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনায় ইতি পড়ল। সামনে আসল তৃণমূল কংগ্রেসের নির্বাচনি ইস্তেহার প্রকাশের দিন।

দলীয় সূত্রে খবর, শুরুতে বৃহস্পতিবার অর্থাৎ ১১ তারিখ নির্বাচনী ইস্তেহার প্রকাশের কথা থাকলেও দলীয় নেত্রীর অসুস্থতার জেরে সিদ্ধান্ত বদল হয়। সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের ১৪ তারিখ নন্দীগ্রাম দিবসের দিনে দলের তরফে নির্বাচনি ইস্তেহার প্রকাশ করা হবে।

Loading