নিজস্ব প্রতিনিধি – কয়েকদিন আগে শান্তিপুর ও গেদে থেকে চালু হয়েছে কৃষক স্পেশাল ট্রেন। এবার কৃষক পেশাল ট্রেন চালানোর জন্য অনুরোধ আসছে ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, ক্যানিং শাখা থেকেও। অনুরোধ আসছে হাওড়া সেকশন থেকেও। করোনা বিধিনিষেধে বিশেষ এই ট্রেন চালু হওয়ায় উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বিভিন্ন অঞ্চলের কৃষক, ছোট ব্যবসায়ীদের খুবই উপকার হচ্ছে। গত মঙ্গলবার থেকে এই সেকশনে কৃষক পেশাল ট্রেন চালু হয়েছে। তবে শুধু শিয়ালদহ নয়। কৃষক স্পেশাল ট্রেন চলবে হাওড়া থেকেও। পরিকল্পনা চলছে তারকেশ্বর ও কাটোয়া থেকে চলবে এই দুই স্পেশাল। খুব শীঘ্রই তা ঘোষণা হবে।
156 total views, 2 views today