নিজস্ব প্রতিনিধি – হঠাৎই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। ৪ জানুয়ারি  তাঁকে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছিল। কাজের মেয়াদ ছিল তিন বছর। তাহলে কেন হঠাৎ তিন  ইস্তফা দিলেন? এ নিয়ে শুরু হয়েছে নানা কৌতুহল।

গত ডিসেম্বরে বিধায়ক পদ ও তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করার পর তিনি পরে মেদিনীপুরের এক সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন।এরপরই তাঁকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করে কেন্দ্র। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি।পদপ্রাপ্তির  মাএ মাস দু’য়েকের মধ্যে কেন তাঁকে আচমকা ইস্তফা দিতে হল?

এই ইস্তফার কারণ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর তরফে বিস্তারিত জানা না গেলেও বিজেপির তরফে সংগঠনের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, আপাতত নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত শুভেন্দু। এই ব্যস্ততা ক্রমেই বাড়ছে। সেই কারণেই শুভেন্দু অধিকারীর জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।’

Loading