নিজস্ব প্রতিনিধি – ভারতের ক্রিকেট দলের পাক্তন অধিনায়ক ও বর্তমান জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাক্ষাত নিয়ে জল্পনা শুরু হয়েছে। দুজনের নেহাতই সৌজন্য সাক্ষাত নাকি লুকিয়ে আছে রাজনৈতিক কারণ- সেই প্রশ্নই ঘুরছে বিভিন্ন মহলে। যাবতীয় জল্পনা ফেলে দিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়ে দিলেন, তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। রাজ্যসভার এমপি করা হতে পারে যে জল্পনা ছড়িয়েছে, তা পুরোপুরি ভুলভাল। সৌরভ আরও জানিয়েছেন, নেহাতই সৌজন্য সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রী মমতা তার বাড়িতে এসেছিলেন। একেবারে পরিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পরিবারের সবাই কেমন আছেন, জানতে চেয়েছেন। তার স্বাস্থ্যের বিষয়েও খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সৌরভও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। রাজনীতির কোনো কথাই নেই।