নিজস্ব প্রতিনিধি – সোমবার থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে পশ্চিমবঙ্গে । আপাতত ট্রেনটি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে। শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর আগে গত মে মাসে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করে। এর ফলে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়ে। এ জন্য হাজার হাজার অফিসযাত্রী বিপাকে পড়েন । ক্ষুব্ধ হয়ে কয়েকবার অবরোধ-বিক্ষোভে শামিল হন বহু মানুষ। তা সত্ত্বেও বারবারই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কোনোভাবেই লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। লোকাল ট্রেন চালু হলে আরও বাড়তে পারে করোনা, সেই সময় রাজ্যের তরফ থেকে তাই বলা হতো। নবান্ন অবশেষে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

Loading