জুলফিকার Ali তমলুক – সুপার স্প্রেডারদের তালিকায় জেলার পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্তি করে অবিলম্বে ওই শ্রমিকদের টিকা দেওয়ার দাবি জানালো মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ পরিযায়ী শ্রমিক সমিতি। সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক কে ই.মেল.মারফত স্মারকলিপি দিয়ে ওই আবেদন জানানো হয়েছে।
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন, জেলার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক বর্তমান করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের সময় জেলাতে এসেছে। তাদের অধিকাংশই নিভৃতবাসে থাকে নি। ফলস্বরূপ জেলাজুড়ে সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। কয়েকজন পরিযায়ী শ্রমিক মারাও গিয়েছে। এমতাবস্থায় এই শ্রমিকদের একটা অংশ মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল হওয়ার কারণে চলে যেতে চাইছে। তাই ওই পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে সুপারস্প্রেডারদের নামের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে টিকা দেওয়ার দাবি জানানো হয়েছে। এই আবেদন রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল লেবার কমিশনার শর্মিলা খাটুয়াকেও এই সংক্রান্ত দাবিপত্র পাঠানো হয়েছে।