নিজস্ব প্রতিনিধি – রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে গঠিত সিট-কে সহযোগিতা করার জন্য আরও ১০ আইপিএস । হাইকোর্টের নির্দেশে গঠিত সিটকে সহযোগিতা করবেন ১০ জন আইপিএস অফিসার। ২ জন করে অফিসার থাকবেন ৫টি জোনে। ভোট পরবর্তী হিংসা তদন্তে হাইকোর্টের নির্দেশে ৩ সদস্যের সিট গঠন। সৌমেন মিত্র, রণবীর কুমার, সুমন বালা সাহু-র নেতৃত্বে সিট গঠন। বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

Loading