নিজস্ব প্রতিনিধি – সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত করা হয়েছে বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। এটিই সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান। শীর্ষেন্দুর সঙ্গে আরও ৭ জন ভারতীয় লেখককে এই সম্মানে ভূষিত করেছে সাহিত্য অ্যাকাডেমি। একটি বিশেষ অনুষ্ঠানে শীর্ষেন্দুর হাতে সাহিত্য অ্যাকাডেমি এই সম্মান তুলে দেওয়া হবে। বাংলায় সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খ ঘোষ-এর পর অনেকদিন বাদে আবার একজন সাহিত্যিক এই বিরল সম্মান পেলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৮৯ সালে তাঁর ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কারের মতো পুরস্কারও পান তিনি। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কার দেয়।