নিজস্ব প্রতিনিধি – বিজেপিতে আবার ভাঙ্গন।হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষে ইস্তফা দিলেন। তিনি পদত্যাগপত্র দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কাছে। পদত্যাগ করার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক চিঠির মাধ্যমে জানিয়ে দেন আমি “বাংলায় থেকে দলের হয়ে আরও কাজ করতে চাই।” ২০২০ সালের এপ্রিলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্পিতা ঘোষ। অর্পিতার সাংসদ পদের মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। তৃণমূল তাকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে তাঁকে কাজে লাগাতে চাইছে। সেই কারণেই শীর্ষ নেতৃত্ব তাঁকে ইস্তফা দিতে বলেন। বৃহস্পতিবার ই ইস্তফা দিয়েছেন তিনি। আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।
64 total views, 2 views today