নিজস্ব প্রতিনিধি –  মঙ্গলবার আসানসোলের সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। এদিন সকালে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দেন। ইস্তফা পত্র জমা দেওয়ার পরেই বাবুল সুপ্রিয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বলেন, ‘কয়েক মাস আগেও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। রাজনীতির বাইরে তিনি একজন বন্ধু। রাজনৈতিক কারণে তাঁকে আমার সম্পর্কে অনেক কঠোর কথা বলতে হয়। শুভেন্দুর বাবা ও ভাই এখন আর তৃণমূলের অংশ নন। কিন্তু তাঁরা সাংসদ পদে রয়েছেন। বাবা ও ভাইকে সাংসদ পদ থেকে ইস্তফার পরামর্শ দেওয়া উচিত শুভেন্দুর।’

Loading