নিজস্ব প্রতিনিধি – দুয়ারে সরকারের এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘লক্ষ্মীর ভান্ডার’। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বাস্তবায়ন করার মমতা সরকার দারুণভাবে এগিয়ে চলেছে। আর এ জন্য সরকারের কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা খরচ হতে চলেছে । নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই প্রকল্পের জন্য বছরে ১৫ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে। তবে অর্থ দফতরের আধিকারিকরা এও মনে করছেন, খরচটা আরো বেশি হতে পারে। সেইসঙ্গে রাজ্য অর্থ দপ্তর মনে করছে, প্রাথমিকভাবে দু’কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে সুবিধা পাবে তা ধরে নিয়েই এগোচ্ছে রাজ্য সরকার। যদিও লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র জমা পড়ার সংখ্যা ইতিমধ্যেই ২ কোটির কাছাকাছি। সেক্ষেত্রে এই অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।