নিজস্ব প্রতিনিধি -বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন খেলা হবে স্লোগানে বিরাট সাড়া পেয়েছিল তৃণমূল। এই স্লোগান ধরেই তৈরি হয়েছিল গান। এবার সরকারি একটি প্রকল্পেও নাম দেওয়া হয়েছে খেলা হবে। এই প্রকল্পের আওতায় বাংলার বেশ কিছু ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে। রাজ্য সরকারের ত্রীড়া দফতর থেকেই এই ফুটবল বিতড়ণ করা হবে। বাংলার ফুটবল খেলায় আরও আগ্রহ বাড়ানোর জন্য কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর। রাজ্য সরকারের ধারণা, এর ফলে আরও প্রচুর সংখ্যক গ্রাম বাংলার যুবক ফুটবলে পা মেলাতে আসবেন। জানা গিয়েছে, প্রতিটি জেলায় যুব আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। সংশিষ্ট এলাকার কতগুলি ক্লাব ফুটবল খেলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ২৮শে জুনের মধ্যে এই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কীভাবে ফুটবল বণ্টন করা হবে এবং কতগুলি ক্লাবকে দেওয়া হবে। সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রাজ্যের যুব সম্প্রদায়ের ফুটবল খেলার উৎসাহ বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল খেলা হবে। তবে স্লোগানটি ঘিরে প্রবল আপত্তি ছিল বিরোধী শিবিরে। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় হয় এর গানটি। তৃণমূলের বিভিন্ন সভায় খেলা হবে স্লোগানের গান চালানো হত। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই গানটি তার প্রচার সভায় ব্যবহার করতেন। এবার সেই স্লোগানের নামেই রাখা হয়েছে কর্মসূচি। যদিও নির্বাচনী প্রচার চলাকালীন তৃণমূলের তরফ থেকে এই কর্মসূচির আশ্বাস দেওয়া হয়েছিল। এবার তারই উদ্যোগ নিল রাজ্য ক্রীড়া দফতর। তবে এই প্রকল্পে মোট কতগুলি ক্লাবকে ফুটবল দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। জুন মাসের মধ্যে রিপোর্ট জমা দিয়ে বলা হয়েছে। জুলাইয়ের পরেই ফুটবল বণ্টন প্রক্রিয়া শুরু হবে। গোটা বাংলা জুড়েই চলবে এই প্রকল্প। তখনই জানা যাবে মোট কতগুলি ক্লাব উপকূত হয়েছে।

Loading