নিজস্ব প্রতিনিধি – বুথ ফেরত সমীক্ষার দাবি মানতে নারাজ তৃণমূল এবং বিজেপি দু’পক্ষই। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার ভোট মিটতেই একাধিক বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল। তবে বিজেপি যে জোড়াফুল শিবিরের ঘাড়ে নিশ্বাস ফেলছে তা-ও দাবি করা হয়েছে সমীক্ষায়। যদিও দু’পক্ষেরই দাবি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছেন তাঁরাই। বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী তাপস রায়ের মত, ‘‘আমরা সব বুথফেরত সমীক্ষারই ফল দেখেছি। কোনও হাড্ডাহাড্ডি লড়াই নেই। আমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছি। তৃতীয় বারের জন্য মু্খ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’
তৃণমূলের সুরেই রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেছেন, ‘‘কোনও বুথ ফেরত সমীক্ষার উপরেই ভরসা করা উচিত নয়। এত কম নমুনার উপরে এই সমীক্ষা হয় যে তা বেশির ভাগ ক্ষেত্রেই কোনও আভাস দিতে পারে না। আর দুটো দিন অপেক্ষা করাই ভাল। রবিবারই বাংলার মানুষের রায় জানা যাবে। বিজেপি পর্যাপ্ত গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে।’’