1. সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেও। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা এলাকায় শিবির করে প্রায় দেড় শতাধিক সাইকেল বিলি করা হয়েছে।

  2. বাংলায় লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দিল রাজ্য সরকার। তবে, কবে লোকাল ট্রেনের চাকা গড়াবে, কী কী নিয়ম মেনে চলতে হবে ইত্যাদি বিষয়ে আগামী ৫ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। সোমবার নবান্নে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে।

  3. ওভাল টেস্ট চলাকালীনই ভারতীয় কোচ রবি শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুণের করোনা রিপোর্ট পজিটিভ। কিন্তু সকল ভারতীয় ক্রিকেটারের রিপোর্ট  নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে ছিল ভারতীয় ম্যানেজমেন্ট। তবে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টে নামার আগের দিনই ফের ভারতীয় শিবিরে করোনার হানা। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী আজ বৃহস্পতিবার এক ভারতীয় সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Loading