জুলফিকার Ali মহিষাদল – পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের দীপ এলাকা মায়াচর দ্বীপে গত 26 তারিখ ইয়াসের প্রভাবে যে ব্যাপক ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ত এলাকায় আজ ত্রাণ পৌঁছে দিল কোলাঘাটের সৃষ্টি ভ্রমণ সংস্থা। এদিন নৌকোপথে কোলাঘাট থেকে পাড়ি দেওয়া হয় মায়াচরের উদ্দেশ্য।
এরপর এলাকার দূর্গত দু’শো মানুষকে তারা তুলে দেন বিভিন্ন রকম খাদ্য সামগ্রী। এলাকাবাসীদের অভিযোগ গত ২৬ তারিখের পর থেকে চরম কষ্টে দিন কাটছে এলাকার বহু মানুষের।বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসছেন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে।এদিন সৃষ্টি সংস্থার এই সহায়তায় খুশী এলাকাবাসী।