নিজস্ব প্রতিনিধি – শীতলকুচি গুলিকাণ্ডে এবার কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারকে তলব করল সিআইডি। আগামী ১৮ জুন ভবানী ভবনে জেলার তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে হাজির থাকতে বলা হয়েছে। শীতলকুচিকাণ্ডের বিভিন্ন বিষয়ে দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। গত এপ্রিল মাসে শীতলকুচির ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। ইতিমধ্যেই মাথাভাঙ্গা থানার আইসি, এসডিপিও সহ কয়েকজন আধিকারিককে জেরা করা হয়েছে। এর আগে ছ’জন সিআইএসএফ জওয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে তাঁরা আসেননি বলে খবর।
গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণের সময় শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ১২৬ নম্বর বুথে অশান্তির সময় গুলি চালায় সিআইএসএফ। ঘটনায় চারজনের মৃত্যু হয়। এই ঘটনার দিনই পুলিশ সুপার দেবাশিস ধরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস বিজেপির হয়ে কাজ করছেন বলেও অভিযোগ তোলেন মমতা। ক্ষমতায় এসেই দেবাশিসকে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেন তিনি। এবার শীতলকুচির ঘটনার তদন্তে দেবাশিসকে তলব করল সিআইডি।