নিজস্ব প্রতিনিধি- শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মাথাভাঙা মহকুমা হাসপাতাল সংলগ্ন মাঠে শহিদ মঞ্চে নিহত পাঁচজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মমতা। সেখানে নিহত আনন্দ বর্মনের দাদু ও মামা উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শহিদ স্মরণ মঞ্চ থেকে মমতা বলেন, ‘মৃতের পরিবার বিচার পাবে। ঘটনার তদন্ত করা হবে। দোষীরা শাস্তি পাবেই।’ পাশাপাশি, ভোট মিটলে তিনি প্রথমে শীতলকুচিতে আসবেন বলেও জানিয়েছেন।

এদিন আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনারও তীব্র নিন্দা করেন মমতা। যদিও এর আগে আনন্দর মৃত্যু নিয়ে মমতা সেভাবে সরব হননি বলে লাগাতার অভিযোগ তুলে আসছেন বিজেপি নেতৃত্ব। মমতা আসার আগে তাঁর সঙ্গে দেখা না করার কথাও জানিয়ে দেন আনন্দর পরিবারের সদস্যরাও। যদিও নিহত আনন্দর দাদু ও মামা এদিন মমতার সঙ্গে দেখা করেন। নিহত পাঁচজনের পরিবারই সরকারি সাহায্য পাবে বলেও জানান মমতা। নিহত সকলের জন্য শহিদ বেদিও তৈরি হবে বলে জানান তিনি।

Loading