আজকাল ওয়েবডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়। ফের একবার রাজ্যের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট ঘিরে বাড়ছে নয়া জল্পনা। রাজ্যের শিল্প সম্মেলন নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত কয়েক বছরে রাজ্যের শিল্প সম্মেলনে বিনিয়োগ কত, শিল্প সম্মেলনকে কেন্দ্র করে কত টাকা খরচ করা হয়েছে সেবিষয়েও হিসাব চাইলেন অর্থসচিবের কাছে। এই মর্মে রাজ্যের অর্থসচিবকে চিঠিও দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, ‘রাজ্যের আয়োজিত শিল্প সম্মেলন থেকে যা লগ্নি এসেছে তার চেয়ে সম্মেলন করতে খরচ হয়েছে বেশি। রাজ্যের অর্থসচিবের কাছে চিঠি দিয়ে বেশ কয়েকটি বিষয় জানতে চাইছি। ২০১৬ থেকে এখনও পর্যন্ত প্রতি বছর শিল্প সম্মেলনে কত টাকা খরচ হয়েছে? কোন কোন সংস্থার মাধ্যমে টাকা খরচ হয়েছে? সংস্থাগুলি কে সরাসরি টাকা দেওয়া হয়েছে নাকি, এফআইসিসিআই,-এর মাধ্যমে টাকা দেওয়া হয়েছছে? প্রতি বছর কতগুলি মউ সই হয়েছে, লগ্নি ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? প্রতি বছর রাজ্যের আয়োজিত শিল্প সম্মেলন থেকে আসলে কত বিনিয়োগ এসেছে, ক’জন চাকরি পেয়েছেন? রাজ্যের অর্থ সচিবের কাছে চিঠি দিয়ে মমতা ব্যানার্জির আমলে শুরু হওয়া গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট(শিল্প সম্মেলন) এর সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছি। উল্লেখ্য, গত বুধবারই পশ্চিম বর্ধমানের পানাগরে একটি বড় শিল্প তালুকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর ফলে রাজ্যে বড় বড় শিল্পের বিনিয়োগ আসবে বলেও জানান মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির এই বক্তব্যকেই এবার কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।