নিজস্ব প্রতিনিধি – উত্তরবঙ্গের জেলা গুলোতে শিশুদের জ্বর নিয়ে উদ্বেগ বাড়ছে। এর ফলে হাসপাতালগুলিতে শিশু ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। এদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে শিশুদের জ্বর-সর্দি নিয়ে ভর্তির সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে জেলা হাসপাতালে জ্বর,সর্দি, বমি, পেটে ব্যথা নিয়ে ভর্তি রয়েছে ৭০ জন শিশু। জ্বরের ভাইরাস শনাক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করছেন শিশু বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে জ্বরে আক্রান্ত শিশুদের চিকুনগুনিয়া, জাপানি এনসেফেলাইটিস, ডেঙ্গি-সহ একাধিক মেডিক্যাল টেস্টে করতে পরামর্শ দেওয়া হয়েছে। শিশু বিশেষজ্ঞ সুবীর ভৌমিক বলেছেন,” আমরা এ ব্যাপারে ‘হু’র সঙ্গে কথা বলেছি, ভাইরাসের নমুনা সংগ্রহ করার জন্য, এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে, পজিটিভ পাওয়া যায়নি’।