নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠেছে সারা রাজ্য। আর ভ্যাপসা গরম মানেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ জেলার আকাশ শনিবার পর্যন্ত মেঘলা থাকবে। সেই সঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। সঙ্গে থাকবে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি হবে পশ্চিমের বেশকিছু জেলাতে। বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে দু’ এক পশৃলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরে যাবে। দখিনা বাতাস ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে।

Loading