নিজস্ব প্রতিনিধি – ইউরোপের দেশ লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ার বেটেলের বিরুদ্ধে থিসিস চুরির অভিযোগ উঠেছে। আর তিনি নিজেই অভিযোগ কবুল করে বলেছেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন নিজের থিসিসের তিন-চতুর্থাংশই অন্যের লেখা থেকে চুরি করেছিলেন তিনি। থিসিস চুরির বিষয়টি স্বীকার করে তিনি বলেছেন, তার ভিন্নভাবে কাজ করা উচিত ছিল।

এ বিষয়ে এক বিবৃতিতে ইউনিভার্সিটি অব ন্যান্সি জানিয়েছে, বেটেলের এই কাজে সততার গুরুতর লঙ্ঘন হয়েছে এবং তারা এটি নিয়ে তদন্ত করবে। বেটেলের সেই থিসিসের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি-না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বেটেলের কাজ আনুষ্ঠানিক কোনো থিসিস ছিল না। সেই সময় বিশ্ববিদ্যালয়ে বর্তমানের অ্যান্টি-প্ল্যাজিয়ারিজম সফটওয়্যারও ছিল না।

প্রধানমন্ত্রী বেটেল জানান, কাজটি মানসম্মতভাবে করা হয়েছে কি-না সেটি নির্ধারণ করা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে তিনি স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেনে নেবেন।

গত ৮ বছর ধরে লুক্সেমবার্গের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও লিবারেল নেতা জাভিয়ার বেটেল ফ্রান্সের ইউনিভার্সিটি অব ন্যান্সিতে পড়ার সময় ১৯৯৯ সালে তার থিসিসের তিন-চতুর্থাংশই চুরি করেছিলেন।

Loading