শান্তি রায়চৌধুরী : টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের পরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর ২ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মাসহ একাধিক সিনিয়র ক্রিকেটারদের। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে।

দ্রুতই নিউজিল্যান্ড সিরিজের দল গঠনে বৈঠকে বসবে বিসিসিআই । বোর্ডের এক কর্মকর্তা বলেন, সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে নিউজিল্যান্ড সিরিজে। টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। উল্লেখ্য ভারত-নিউজিল্যান্ড সিরিজেই দর্শক ফিরছে গ্যালারিতে।

ওই প্রসঙ্গে বোর্ডের কর্তা বলেন, স্টেডিয়ামে দর্শক ফিরছে। তবে হাউসফুল নয়। কোভিড-১৯ বিধি মেনেই দর্শক প্রবেশ করবে গ্যালারিতে। টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পরই জৈব সুরক্ষার প্রসঙ্গ তোলেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ড সফর থেকে টানা জৈব সুরক্ষা বলয়ে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাই বিরাটদের বিশ্রাম দেওয়া হবে সীমিত ওভারের সিরিজে। বুমরার ওই মন্তব্যকে সমর্থন করেন বোর্ডের অপর এক কর্মকর্তা। ১৭ নভেম্বর থেকে জয়পুরে শুরু ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ১৯ তারিখ রাঁচিতে দ্বিতীয় টি-২০। ২১ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ তারিখ থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে মুম্বাইতে শুরু দ্বিতীয় টেস্ট।

Loading