নিজস্ব প্রতিনিধি – দুর্যোগের শেষ নেই। লক্ষ্মীপুজোও বৃষ্টিতে ভাসতে পারে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।
166 total views, 4 views today