ধৃতিমান বড়ুয়া – বিশ্বের ১১৫ দেশের নদী, ঝর্না, সমুদ্র থেকে আনা হলো পবিত্র জল। ওইসব জল দিয়ে রাম লালার জাল ভিসেক হবে ।শনিবার আকবর রোডের বাড়িতে ওই জল গ্রহণ করেন রাজনাথ। সঙ্গে ছিলেন, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পত রাই ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ওই পবিত্র জল সম্পর্কে রাজনাথ সিং বলেন, ‘ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জল আনার পেছনে রয়েছে বসুধৈব কুটুম্বকম-এর ধারনা।’ বিশ্বের আরও ৭৭ দেশ থেকেও পবিত্র জল আসবে।