নিজস্ব প্রতিনিধি – রাজ্যে খোঁজ মিলেছে নতুন রকম ম্যালেরিয়ার, যা ভূ-ভারতে সচরাচর দেখা যায় না। ম্যালেরিয়ার বিরল এই প্রজাতির নাম প্লাজমোডিয়াম ওভালে। ম্যালেরিয়ার নতুন প্রজাতি, বাসা বেঁধেছে মুর্শিদাবাদের বেলডাঙার এক যুবকের শরীরে। দিন কয়েক আগে, বেলডাঙার এই যুবকের জ্বর আসে। তার সঙ্গে কাঁপুনি। রক্ত পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। ধরা পড়েনি ডেঙ্গি-ম্যালেরিয়াও। চিকিৎসকদের সন্দেহ, বছর সাতাশের যুবক বিরল প্রজাতির প্লাজমোডিয়াম ওভালে-তে আক্রান্ত।