নিজস্ব প্রতিনিধি -করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যে ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে, নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, তৃতীয় ঢেউ আসছে। সেকারণে সতর্ক রয়েছে রাজ্য সরকার। এদিকে, রাজ্যে ৩১ অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকছে। বিধিনিষেধ বলবৎ থাকলেও নাইট কার্ফিউয়ের সময়ে বদল আনা হয়েছে। এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফিউ জারি ছিল। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফিউ জারি থাকবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। অন্যদিকে, এছাড়া ৫০ শতাংশ দর্শক নিয়ে চলবে সিনেমা হল। মুখ্যমন্ত্রী এদিন জানান, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি দাবি করেন, রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমেছে। গ্রামাঞ্চলে টিকাকরণের গতি বেড়েছে। রাজ্যে টিকাকরণ চলছে জোরকদমে।