নিজস্ব প্রতিনিধি –  রাজ্যে বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। তারা রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষর হল রাজ্য সরকারের সঙ্গে। নবান্ন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রঙের কারখানা করবে শিল্প সংস্থাটি। আদিত্য বিড়লা গ্রুপের দাবি, এতে ৬০০ মানুষের কর্মসংস্থান হবে। দেড় থেকে ২ বছরের মধ্যে কারখানায় রং উৎপাদন হবে।

Loading