নিজস্ব প্রতিনিধি – রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী ৩০ অক্টোবর। নির্বিঘ্নে ভোটপর্ব মেটাতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। পুজো মিটতে আরও বাড়তি বাহিনী পাঠানো হল কমিশনের তরফে। সূত্রের খবর, রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। আগামী ৩০ তারিখ উপনির্বাচন দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দায়। স্পর্শকাতর এলাকাগুলিতে আগেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। পুজো মিটতেই আরও ৫৩ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। জওয়ানরা স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি চালাচ্ছেন। ভোট হয়ে গেলে কিছু বাহিনী ফিরে যাবে। ২ নভেম্বর অর্থাৎ ফলপ্রকাশের দিন গণনাকেন্দ্রের নিরাপত্তায় থাকবেন বেশ কিছু জওয়ান।

 106 total views,  2 views today