নিজস্ব প্রতিনিধি – যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে সব রাজ্যের  মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক চান মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগ তিনি নিতে শুরু করেছেনতাঁর কথায়,’সব মুখ্যমন্ত্রীদের এক সঙ্গে কাজ করতে হবে। জিএসটির টাকা দেয় না। বিপর্যয়ের টাকা দেয় না।’

এর আগে বহুবার কেন্দ্রের বর্তমান শাসক দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনের অভিযোগ জানিয়ে এসেছেন মমতা । শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ কথাই বলেছেন মমতা। সেই সঙ্গে তিনি বলেন, ‘ফেডারেল স্ট্রাকচার নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকতে চাই। সব কিছু রাজ্য সরকারের থেকে নিচ্ছে। উদ্ধব লড়ছে। প্রতিদিন ওঁর আর অরবিন্দের উপরে জুলুম হচ্ছে। আমাদের সঙ্গেও হচ্ছে।’ এনিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,’পাঁচ বছর আগেই শুনেছিলাম। জ্যোতি বসু একবার চেষ্টা করেছিলেন। এটা ভালো। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সব মুখ্যমন্ত্রীদের নিয়ে যদি বৈঠক করেন তাতে কারও কোনও আপত্তি থাকতে পারে না। আমরা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলেছি। প্রধানমন্ত্রীও বারবার বলেছেন।’

Loading